বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার উদ্যোগে ব্যাংক লুটেরা ও টাকা পাচারকারীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইয়ানী বাজারে ৫ দফা দাবিতে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, সদস্য হুমায়ুন কবির মুজিব, আব্দুস সোবহান ও রাজু আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দুর্নীতিবাজদের বিচার ও তাদের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে তা বাজেয়াপ্ত করতে হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর