সদর উপজেলার কদমগাছী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে একটি প্রাইভেট কারসহ পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কার ও গাঁজা ফেলে অজ্ঞাতনামা আসামীরা পালিয়ে যায়।
জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি নুরুলহুদা জানান, র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মাদক চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাটের সদর উপজেলার কদমগাছী এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারসহ নেশাজাতীয় মাদকদ্রব্য ২৪ কেজি গাঁজা ফেলে অজ্ঞাতনামা গাড়ি চালক এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামীরা পালিয়ে যায় মর্মে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় ।
মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান, স্কোয়াড কমান্ডার এএসপি নুরুলহুদা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর