নড়াইলে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাজ্জাদ শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) রাতে জেলার নড়াগাতী থানার মাউলি ব্রিজ হতে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার নড়াগাতী থানার মাউলি গ্রামের হান্নান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ছাব্বিরুল আলম এর তত্ত্ব¡তত্ত্বাবধানে এসআই অপু মিত্র ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে জেলার নড়াগাতী থানার মাউলি ব্রিজ হতে সাজ্জাদ শেখকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন,এ সংক্রান্ত নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#
শাকিল/সাএ
সর্বশেষ খবর