নাটোরের সিংড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামে এ ঘটনা ঘটে। এসময় একই পরিবারের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম (৩৫) এবং লাকি বেগমের শ্বশুর আক্কাস আলী ফকির (৬০) বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান।
জানা যায়, ঐ গ্রামের আত্তাব আলীর পুত্র হামিদুল ইসলামের পুকুরে মাছ চাষে পানির সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক লাইন ড্রপ পারে না দিয়ে, অ্যালুমিনিয়ামের খোলা তারে লাইন দিয়ে পুকুরের পাড়ের উপর দিয়ে লাইন নিয়ে যায়। রাত্রিতে মানুষ চলাচলের রাস্তার উপর দিয়ে উক্ত লাইন দেওয়া ছিল। ভোরে লাকি বেগম গরুর গোবরের উপর দিয়ে কারেন্টের তার দেখে হাত তার সরিয়ে দিতে গেলে তারের সঙ্গে শট আটকে যায়।
লাকি বেগমের শ্বশুর ভিকটিম আক্কাস আলী ফকির বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বাঁশ নিয়ে এসে কারেন্টের তারের সঙ্গে লাগিয়ে উঁচু করে সরিয়ে দিতে গেলে তার বাঁশ থেকে পিছলে আক্কাস আলী কাঁধের উপরে এসে তার পড়ে যায় এবং কারেন্টের শট লেগে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আক্কাস আলী ফকির মৃত্যুবরণ করেন।
লাকি বেগমকে উদ্ধার করে স্থানীয় লোকজন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয় নিয়ে ছোট চৌগ্রামে গুঞ্জন ও আক্কাস আলীর আত্মীয়-স্বজনের মধ্যে হামিদুলদের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, এবিষয়ে কারো কোন অভিযোগ পাইনি লাশ থানা নিয়ে আসা হবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর