জামালপুরের সরিষাবাড়ীতে সাপের দংশনে কৃষকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) উপজেলার পিংনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের ইজ্জত আলী মণ্ডলের পুত্র বাবুল মিয়া (৩০) মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে ঘাস কাটতে যান। এ পর্যায়ে ক্ষেতের আইলে থাকা একটি সাপ তাকে দংশন করে। বাবুলের আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেয়। শুরু করে কবিরাজি চিকিৎসা। একপর্যায়ে তার অবস্থার আরো অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাছিমা বেগম সংবাদমাধ্যমকে বলেন, আমাদের বাড়ির পাশে ধানক্ষেত থেকে ঘাস কেটে বাড়ি ফেরার সময় তাকে সাপে ছোবল দেয়। ঘটনাস্থলে গিয়ে সাপটিকে আর দেখতে পাইনি।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান বলেন, সাপে কাটা একজন রোগী এসেছিল। স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দেওয়ার কারণে হাসপাতালে আনতে দেরি হওয়ায় তার মৃত্যু হয় বলে তিনি জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর