প্রতিষ্ঠার ৪১ বছর পর প্রথমবারের মতো এ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে সাপেকাটা রোগীর চিকিৎসা করা হয়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বুধবার সকালে আকরাম হোসেন (২৮) নামে এক সাপে কাটা রোগীর চিকিৎসা প্রদান করা হয়। আকরাম হোসেন উপজেলার রহিমানপুর এলাকার বশির বিশ্বাসের ছেলে। এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. রাজ্জাক ও মেডিকেল অফিসার ডা. সাবিনা ইয়াসমিনের তত্ত্বাবধানে এবং নার্সদের সহযোগিতায় ওই রোগীকে এ্যান্টিভেনম প্রয়োগ করা হয়।
ডা. আ. রাজ্জাক জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত সাপে কাটা রোগীকে চিকিৎসা দিতে পেরে তাঁর খুব ভালো লাগছে। সুন্দরভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোগী সুস্থ আছে। আমাদের পর্যবেক্ষণে রয়েছে। রোগীর অভিভাবকদের ভাষ্য, বিনা খরচে হাতের কাছে চিকিৎসা পেয়ে তারা খুবই আনন্দিত।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. রাজ্জাক আলো বলেন, সাপে কাটা রোগীর চিকিৎসা চালুর মাধ্যমে উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এখন থেকে এ কার্যক্রম নিয়মিত চালু থাকবে। আগে উপজেলার সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালে যেতে হত। এতে দুর্ভোগের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি হতো পরিবারের।এখন থেকে সেই ক্ষতি আর হবে না।
উল্লেখ্য, ১৯৮৩ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠা করা হয়। পরে ২০২২ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর