রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার (২৬ জুন) পাংশা উপজেলার বিভিন্ন এলাকা হইতে তাদের গ্রেফতার করা হয়।
পাংশা থানা সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর সার্বিক দিক নির্র্দেশনায় এস আই তারিকুল ইসলাম, এস আই সেলিম হোসেন, এস আই মাহাবুর রহমান মামুন, এস আই আকরাম হোসেন, এ এস আই রিপন খান, এ এস আই শহিদুল ইসলাম, এ এস আই শফিকুল ইসলাম, এ এস আই মুরাদ হোসেন, এ এস আই মাহবুব মোর্শেদ এবং এ এস আই সুমন চন্দ্র দাস সহ পাংশা থানা পুলিশ দল এ গ্রেফতার অভিযানে অংশ নেন।
গ্রেফতার৷ কৃতরা হলেন, মো. সাগর শেখ, পিতা- মো. দারোগ আলী শেখ, গ্রাম- সত্যজিতপুর, মো. আলম শেখ, পিতা- নজর আলী শেখ, মোছা. চম্পা বেগম, স্বামী- মো. আলম শেখ, মো. সোহেল শেখ, পিতা- আলম শেখ, সর্ব গ্রাম- সমসপুর মধ্যপাড়া। মো. আব্দুল্লাহ হেল মৃক্তাদী, পিতা- মো. আজগর আলী, গ্রাম- নাচনা মুরাদপুর, ইয়াসমিন,স্বামী-আসলাম খলিল, গ্রাম- সমশপুর। ঝর্না বেগম, স্বামী-মজনু, রবিউল শেখ, পিতা- কোরবান শেখ, উভয় গ্রাম- বহলাডাঙ্গা ও মো. লিটন মন্ডল, পিতা-মোঃ ইকবাল মন্ডল, গ্রাম- নারায়নপুর সর্ব থানা- পাংশা। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর