শেরপুরের নালিতাবাড়ীতে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ লোকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার পশ্চিম রাজনগর খানারপাড় জামে মসজিদের সামনে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উপজেলার পশ্চিম রাজনগর খানারপাড় জামে মসজিদের সামনে অজ্ঞাত পরিচয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন বৃদ্ধ লোক বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই মসজিদের মুয়াজ্জিন রহিজ উদ্দিন। একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেনের মাধ্যমে নালিতাবাড়ী থানায় সংবাদ দেওয়া হয়। পরে থানা পুলিশ বুধবার দুপুরে ওই বৃদ্ধ লোকটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, অজ্ঞাত ওই বৃদ্ধ লোকটির পরিচয় শনাক্তে তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর