![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
রৌমারীত ভুট্টা বােঝাই অটােভ্যানের নিচে চাপা পরে জহুরুল ইসলাম (৩৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অপরজন অটােভ্যান চালক ফরমান আলী (৩৯) আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে রৌমারী উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজারের পূর্বপাশে ব্রীজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানাযায়, একটি ভুট্টা বােঝাই অটােভ্যান পাখিউড়া বাজার থেকে রৌমারী উদ্দেশ্যে যাচ্ছিলো। টাপুরচর বাজারের পূর্বপাশে ব্রিজে ওঠার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পরে যায়। এতে অটােভ্যান চালক ফরমান ও জহুরুল গুরুতর আহত হন।পরে স্থানীয় লােকজন তাদেরকে উদ্ধার কর রৌমারী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দু’জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পৌঁছার আগেই পথে জহুরুলর মৃত্যু হয়। নিহত জহুরুল ২নং শৌলমারী ইউনিয়নের পুড়ারচর গ্রামের আবুল কাশেম এর পুত্র।
এবিষয় রমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সুপারিশ এর প্রেক্ষিতে নিহতের লাশ তার পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর