রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে দু’গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
এ সময় কয়েকটি দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পাংশা হাসপাতালে।
তবে নির্বাচনের তফশিল এখনও ঘোষণা হয়নি, দিন বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়তে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। এদিকে উভয়পক্ষ প্রকাশ্যে একে উপরের উপর দোষ চাপাতে মরিয়া সেই সাথে চরিত্র উন্মোচনে সাংবাদিক সম্মেলন করে উভয়পক্ষ নিজেদের দোষ আড়াল করার চেষ্টা অব্যবহৃত রয়েছে।
এ নির্বাচনে ঘিরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো- ও মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুজাউদ্দিন মৃধার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।
স্থানীয়রা বলছেন উভয় রাজবাড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির কাছের লোক মন্ত্রী মহোদ্বয়ের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বান্দিরা।
এ ঘটনায় আপাতত মাছপাড়া এলাকায় সকল ধরনের মিছিল মিটিং বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে, এ দিকে পাংশা থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে বলে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে।
প্রসঙ্গত মাছপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কারণে ওই ইউনিয়ন শূন্য ঘোষণা করা হয়। এ উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়োর ছেলে খোন্দকার তাজবীর হাসান সিসিল প্রার্থী হয়েছেন অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধার বড় ভাই মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মো. সুজাউদ্দিন মৃধা প্রার্থী হওয়ায় এ ঘটনা ঘটছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর