নীলফামারীর কিশোরগঞ্জে মাইন সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ। সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানিয়েছেন।
আজ বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের পার থেকে মাইন সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান- তিস্তা ক্যানেলের পারে কিছু শিশু খেলাধুলা করছিল। এসময় তারা মাইন সদৃশ বোমাটি দেখতে পেয়ে এলাকাবাসীদের ডাক দেন। এলাকাবাসী এসে মাইন সদৃশ বোমা দেখে তারা স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই স্থানটি ঘিরে রাখাসহ নিরাপত্তায় পুলিশ পাহারা বসিয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানান- বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের পারে মাইন সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। স্থানটিকে ঘিরে রাখাসহ নিরাপত্তায় সেখানে পুলিশ অবস্থান করছে। মাইন সদৃশ বোমাটি নিষ্ক্রিয় করতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়কার মাইন সদৃশ বোমা।
উল্লেখ্য এর আগে গত ২২ এপ্রিল একই এলাকা থেকে ২ টি মাইন, ১ টি মর্টার শেল ও ১ টি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো বোম ডিসপোজেবল ইউনিট জব্দ করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর