সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও একঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা।
বুধবার (২৬ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। এছাড়া দুপুর ১২ টা থেকে ০১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নিচে যবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
এর আগে মঙ্গলবারও (২৫ জুন) তারা একই কর্মসূচি পালন করেন স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচে।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা জানান, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করেছি। আগামী ৩০ জুন আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করবো। এরপরও দাবি পূরণ না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি করবো।
শিক্ষকরা আরো বলেন, পরীক্ষা চালু রেখে আন্দোলন করলে এর কোনো সুফল পাওয়া যাবে না। যদি পরীক্ষা চালু ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চালু রেখে কর্মসূচি পালন করা হয়, তবে সরকারের সংশ্লিষ্টের টনক নড়বেনা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে দাবি পূরণ না হলে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বন্ধ করে দিবে। এদের সাথে একমত পোষণ করে আমরাও গুচ্ছের ভর্তি কার্যক্রম বন্ধ রেখে কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর