‘তুফান’ সিনেমা দিয়ে যখন দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান, ঠিক সে মুহূর্তে তাকে নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিবকে অভিনন্দন জানানোর পাশাপাশি কণ্ঠশিল্পী কনাকেও অভিনন্দন জানিয়েছেন নায়িকা।
অপুর পোস্টে শুধু শাকিবই নয়, ছিলেন কণ্ঠশিল্পী কনা, পরিচালক রায়হান রাফি ও তুফান টিমও। ঈদে মুক্তি পাওয়া সিনেমার অভিনব সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন অপু।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে অপু একটি ছবি পোস্ট করেন। সে ছবিতে শাকিবের সঙ্গে দাঁড়িয়ে আছেন কনা।
‘তুফান’ সিনেমায় ‘দুষ্টু কোকিল’ শিরোনামে গানের কণ্ঠ দিয়েছেন কনা। তাই শাকিবের সঙ্গে গায়িকার ছবি নিজের ফেসবুকে পোস্ট করে তাদের অভিনন্দন জানিয়েছেন অপু।
এ ছবির ক্যাপশনে অপু লেখেন, অভিনন্দন কনা আপু, অভিনন্দন রায়হান রাফি ভাইয়া, অভিনন্দন তুফান টিম। এরপর দুটি লাভ ইমোজি জুড়ে দিয়ে গ্লোবাল সুপারস্টার শাকিব খানকে অভিনন্দন জানান অপু।
রায়হান রাফি পরিচালিত ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘তুফান’ সিনেমা এখন প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে। ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সিনেমাটি। তাই এ অভিনব সাফল্যে শাকিবকে অভিনন্দন জানান চিত্রনায়িকা।
‘তুফান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।
রার/সা.এ
সর্বশেষ খবর