ভোলার চরফ্যাসন উপজেলার রসূলপুর ইউনিয়নে একটি টমটম সড়কের পাশে পানি ভর্তি খাদে পরার ১ঘন্টা পর টমটমটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার ৭ ঘণ্টার পর ওই খাদ থেকে আবু সায়েদ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ধারনা টমটমটি সড়ক দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। খাদে পানি থাকায় শিশুটি টমটমের নিচে পড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নে চৌমুহনী বাজার সংলগ্ন পশ্চিম পাশে আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। ঘটনার পরেই চালক রুহুল আমিন কুট্টি পালিয়ে যায়। শিশুর মরদেহ উদ্ধার হওয়ার পরে বুধবার রাতে শিশুর বাবা বাদী হয়ে টমটম চালক রুহুল আমিন কুট্টিকে আসামি করে শশীভূষণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালক রুহুল আমিন কুট্টিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন কুট্টি ওই এলাকার নূর মোহাম্মদ দেওয়ানের ছেলে। নিহত শিশু একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বাখের সর্দারের ছেলে।
নিহত শিশুর বাবা বাখের সর্দার বলেন, সকালে শিশু আবু সায়েদ বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। এলাকায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে চারদিকে ছেলের সন্ধান চেয়ে মাইক প্রচার করি। বিকালে চৌমুহনী বাজার সংলগ্ন সড়কের পাশের খাদে স্থানীয়রা শিশুর জুতা পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। পরে ওই পানি ভর্তি খাদ থেকে পুলিশের সহায়তায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। টমটম চালক আমার শিশু ছেলে কে চাপা দিয়ে হত্যা করে খাদে ফেলে পালিয়ে গেছেন।
স্থানীয়রা জানান, সকাল ১০টায় চৌমুহনী বাজার সংলগ্ন সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম খাদে পড়ে যায়। তাৎক্ষণিক টমটম চালক রুহুল আমিন তার দুঘর্টনা কবলিত টমটম রেখে ঘটনাস্থল থেকে চলে যান এবং ওই দিন ১১টার দিকে তার স্বজনরা খাদ থেকে টমটমটি উদ্ধার করে নিয়ে যান। পরে বিকাল ৪ টায় একই খাদে ওই শিশুর জুতা বাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। শশীভ‚বিশ্লেষণ থানার পুলিশ নিহত পরিবারের সহযোগিতা নিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেন। স্থানীয়দের ধারনা নিহত শিশু পথচারী ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারানো টমটমটি সড়কের পাশে থাকা শিশুটিকেসহ পানি ভর্তি খাদে পরে যায়। এতেই টমটমের নিচে চাপা পরেই শিশুটি মৃত্যু হতে পারে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক জানান, এই ঘটনায় মামলার ভিত্তিতে অভিযুক্ত রুহুল আমিন কুট্টিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর