
বগুড়ার শেরপুরে মাদক সেবনের সময় হাতে নাতে ধরে বাপ্পী সরকার (২১) নামের এক মাদক সেবীকে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে পৌরশহরের দক্ষিণসাহা পাড়া এলাকা থেকে তাকে আটক করে।
জানা যায়, প্রতিনিয়ত শহরের বিভিন্ন এলাকায় মাদক সেবীরা জনসম্মুখে মাদক সেবন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দক্ষিনসাহাপাড়া এলাকায় জনসম্মুখে মাদক সেবন করছে। সেখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সেবনের সময় হাতে নাতে বাপ্পী সরকারকে আটক করে। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসে কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর