
বগুড়ায় প্রাইভেট কার থেকে ৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-১২৷ এ সময় মাদক চোরাচালান চক্রের ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
গত বুধবার (২৬ জুন) রাত পৌনে ১০ টার দিকে শহরের কাটনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়৷ জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি৷ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী হলো, জেলার সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার হায়দার আলীর ছেলে বিপুল (৩৮)৷
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানান র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন৷
র্যাবের এই কর্মকর্তা সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাাব জানতে পারে আসামি বিপুল তার সাদা প্রাইভেট কারে বিশেষ কায়দায় রক্ষিত ৬৪ বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছে৷ এরপর অভিযান চালিয়ে ৬৪ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয় এবং মাদক কারবারিতে ব্যবহৃত যানবাহনটি জব্দ করা হয়৷ এসময় আসামির কাছে থেকে ১টি মোবাইল, ১টি সিমকার্ড ও নগদ ১৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়৷
তিনি আরও জানান, আসামি বিপুলের নামে ইতোপূর্বে বগুড়া সদর, ডিএমপি দারুস সালাম, ডিএমপি খিলক্ষেত থানায় ৪টি মাদক মামলা চলমান আছে৷ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে৷
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর