
নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় টাস্কফোর্স এর অভিযানে ৩৩৬৭ বস্তা ভারতীয় চিনির বস্তা জব্দ করেছে টাস্ক ফোর্স।
ট্রাক্স ফোর্সের নেতৃত্ব দেন বিজিবি সহকারী পরিচালক মো: আওয়াল হোসেন,কলমাকান্দার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম।
তিন দফা টাক্সফোর্সেট অভিযানে কলমাকান্দার সীমান্ত , লেঙ্গুড়া, খারনৈ এলাকায় থেকে বুধবার (২৬ জুন)গভীর রাত থেকে বৃহস্পতিবারসারাদিনব্যাপী কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া চিংনিও খারনৈ, বলমাঠ,কচুগড়া সহ এলাকায় টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে জব্দ করা হয় ৩৪১৬ বস্তা ভারতীয় চিনি। যার বাজার মূল্য অনুযায়ী ২কোটি ৫০লক্ষ টাকা।
অভিযানে জব্দ চোরাই চিনি আইন ও বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে পুরো টাকা সরকারি কোষাগারে জমা হবে।
ট্রাক্স ফোর্স কমিঠির সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ পাভেজ জানান, চোরা কারবারী রোধে ট্রাক্স ফোর্স এর অভিযান অব্যাহত থাকবে, সীমান্তে যে কোন চোরাকারবারি প্রতিরোধে ট্রাক্স ফোর্স কাজ করবে, গত দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিডি জব্দ করা হয়েছে। বানিজ্য মন্ত্রনালয় থেকেও চিঠিএসেছে চোরা কারবারি বন্ধে ব্যাপক অভিযান পরিচালনার জন্য। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ট্রাক্স ফোর্স কাজ করবে। এ ছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট এর পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন সময় অভিযান অব্যাহত রাখবে।
চোরা চালান বন্ধ করতে আমাদের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর