![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
গাজীপুরের মির্জাপুর ভূমি অফিসের বিতর্কিত উপ-সহকারী কর্মকর্তা আবদুল জব্বার কে বদলি করা হয়েছে।
জমির শ্রেণিমূল্য পরিবর্তন ও বকেয়া কর আদায়ে বিভিন্ন হেরফের করে ভূমি উন্নয়ন কর আদায়ে অনিয়মের ওপর গত ৫শে জুন বিডি২৪লাইভ নিউজ পোর্টালে মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আবদুল জব্বার এর বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ নিয়ে শুরু হয় প্রচুর সমালোচনা। পরে তৎপর হয় প্রশাসন। আবদুল জব্বার এর বিরুদ্ধে শুরু হয় তদন্ত। পরে তদন্ত শেষে গত ২০ জুন জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।
উল্লেখ্য, ওই কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে নিজেই জমির মালিকানা ও স্থান পরিবর্তন করেছেন। এবং কয়েক বছরের কর আদায়ে হেরফের করে ভূমি উন্নয়ন কর আদায়ে অনিয়ম করে ব্যাপক ঘুষ-দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর