টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। সেই হারের ক্ষতে এবার প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। আরও একবার বিশ্বকাপের সেমি ফাইনাল, আরও একবার মুখোমুখি ভারত-ইংল্যান্ড।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা। ৮টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় এখনও টস করা সম্ভব হয়নি। কখন টস করা যাবে সে বিষয়টিও জানা যায়নি। তবে ম্যাচ অফিসিয়াল ও আম্পায়াররা মাঠ পরিদর্শন করছেন। আর দুই দলের খেলোয়াড়রা অলস সময় কাটাচ্ছে ড্রেসিং রুমে।
প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে নেই তা। বৃষ্টির কারণে এই ম্যাচটি মাঠে গড়াতে সমস্যা দেরি হলে ২৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর পরিত্যক্ত বা বাতিল ঘোষণা হবে। ম্যাচটি বাতিল হলে ইংল্যান্ডকে টপকে ভারত চলে যাবে ফাইনালে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর