মাদক চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার কেশবপুর ও চকশ্যাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য সহ ৬ মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প সূত্র জানায়, গ্রেফতারকৃত ৬ মাদক কারবারি হচ্ছেন চকশ্যাম এলাকার রনি হোসেন (৩২), জুয়েল রানা (৩২), আল আমিন (২৭), একরামুল (২৫), আবদুস সালাম (২৭), গোলজার হোসেন (৪৭)।
গোপন সংবাদে খবর পেয়ে চকশ্যাম এলাকায় অভিযান চালায় র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময়
৫০ পিচ ট্যাপেন্টাডলসহ রনি হোসেনকে এবং ১ দশমিক ৭৫০ লিটার চোলাই মদসহ জুয়েল রানা, আল আমিন, একরামুল, আবদুস সালাম ও গোলজার হোসেন কে গ্রেফতার করা হয় করা হয়
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামি রনি, জুয়েল, আল আমিন, একরামুল, আবদুস সালাম ও গোলজার হোসেন এলাকার চিহ্নিত মাদক কারবারি।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
শাকিল/সাএ
সর্বশেষ খবর