ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনের খাবারের মধ্যে একটি ১০ টাকার নোট পেয়েছেন এক শিক্ষার্থী। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম কাজী শামীম। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (২৮ জুন) হলের এক শিক্ষার্থী ক্যান্টিনে খাবার খেতে গিয়ে খাসির মাংসের তরকারিতে এই নোট পান।
খাবারে নোট পাওয়া ভুক্তভোগী শামীম বলেন, নামাজ শেষে ক্যান্টিনে খাবার খেতে গেলে আমি খাসির মাংস অর্ডার করি। মাংস থালায় ঢালতে গিয়ে দেখি মাংসের ভেতর দশ টাকার নোট। তখন ক্যান্টিন ম্যানেজারকে এটি দেখালে সে বলে ‘চেঞ্জ করে দিচ্ছি’। এটা যেভাবে ছিল, মনে হয়েছে টাকাসহ রান্না করা হয়েছে।
ক্যান্টিন পরিচালক রিপন মোহাম্মদ বলেন, নামাজের পর অনেক চাপ থাকে। সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে ভুলে তরকারির মধ্যে নোটটি পড়ে গেছে।
এ ব্যাপারে জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে চলছে ব্যাপক আলোচনা: বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক একটি গ্রুপে পোস্ট করলে সবার সামনে আসে। বিষয়টি নিয়ে নানা ঢঙে মন্তব্য করছেন শিক্ষার্থীরা। আবরার রাকিব নামের এক শিক্ষার্থী ওই পোস্টে মন্তব্য করেছেন, ‘ভাই এইটা সম্ভবত আপনাকে ক্যাশব্যাক দিছে ইনস্ট্যান্ট।’
নাফিস ইকবাল লিখেছেন, ‘ছোটবেলায় যে আইসক্রিম এর ভেতরে কয়েন দিতো এখন খাবারের ভেতর বোধহয় নোট দেওয়া হচ্ছে।’
জাকারিয়া হক লিমন লিখেছেন, ‘শুধু কি ১০ এর নোট দিয়েই রান্না করা হয়? বড়সড় নোট দিয়ে তরকারি রান্না করলে আমিও খেতে যাবো মুহসীন হলে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর