অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন।
গতকাল বিকাল তিন টায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আজ ফেডারেশনের মহাসচিব মো. আব্দুল কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচী আগামী ৩০ জুন (রবিবার) সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত কর্মবিরতি ও প্রতিবাদ সভা শান্তিপূর্ণ ভাবে পালিত হবে।
আরো বলা হয়, সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল করা না হলে আগামী ১, ২ ও ৩ জুলাই বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় লাগাতার কর্মবিরতি পালন করবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর