কোপা আমেরিকার প্রথম ম্যাচে সেলেসাওরা ড্র করে তাদের এবারের কোপা মিশন শুরু হয়। তবে এবার ভিনির জোরা গোলে ব্রাজিল ফিরেছে জয়ের ধারায়। দশজনের দলে পরিণত হওয়া প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিল।
লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে আজ শনিবার (২৯ জুন) গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় দরিভাল জুনিয়রের শিষ্যরা। যেখানে জয় ভিন্ন অন্যকিছু ভাবার সুযোগ ছিল না সেলেসাওদের সামনে। কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর কোপায় টিকে থাকার লড়াইয়ে যা প্রয়োজন ছিল, সেটাই পূরণ করলেন ভিনি-লুকাস পাকেতারা। ভিনির জোড়া অবদান ছাড়াও প্রথম একাদশে সুযোগ পেয়েই গোল করেছেন ২০ বছর বয়সী স্যাভিও মোরেইরা, পেনাল্টিতে আরেক গোল আসে লুকাস পাকেতার পা থেকে।
ব্রাজিলের জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে জোড়া গোল করেছেন তিনি। তাছাড়া একটি করে গোল করেন স্যাভিও ও লুকাস পাকেতা। পাকেতার গোলটি আসে পেনাল্টির সুবাদে। প্যারাগুয়েও একটি গোল শোধ দিয়েছে। দ্বিতীয়ার্ধে ফিরে ওমারের গোল ব্যবধান কমায় মাত্র। এই পরাজয়ে বিদায় নিশ্চিত হয়েছে প্যারাগুয়ের।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর