স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেলো মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী। শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের উদ্যোগে আয়োজন করা হয় এই শো।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শাকিব খান নিজে এবং তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যরা। এই আয়োজনের প্রধান পৃষ্টপোষক ছিল দেশের বিউটি ব্র্যান্ড `লিলি।'
ঈদ পরবর্তী কর্মব্যস্ততার মাঝে রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যদের সাথে ডিরেক্টর শাকিব খানের ‘তুফান’ এর অভাবনীয় সাফল্য উদযাপন করতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করে লিলি। অনুষ্ঠানে লিলির ব্র্যান্ডেড টি-শার্ট পরে সবার মধ্যমণি হয়ে ছিলেন শাকিব খান।
তিনি বলেন, “রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যদের নিয়ে, লিলির সৌজন্যে সবাই আজকে তুফান দেখতে এসেছি, তাই আজ বেশি কিছু বলব না। আমি কিন্তু বেশ আগে থেকেই রিমার্কে কথা দিয়ে রেখেছিলাম যে বিশেষ স্ক্রিনিং করা হবে। ধন্যবাদ সবাইকে তুফানের এই অভাবনীয় সাফল্যের জন্য।”
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করে মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও সগৌরবে হাউজফুল চলা ‘তুফান’ প্রদর্শিত হবে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি রিমার্ক-হারল্যানের অথেনটিক কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যও একদিন বিশ্বজুড়ে সফলতার তুফান সৃষ্টি করবে বলে আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত রিমার্ক-হারল্যান ও লিলি ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর