
মডেল মসজিদের জনবল জাতীয়করণ করে বেতন-ভাতা রাজস্ব খাতের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতারা।
শনিবার (২৯ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে এ দাবি জানান তারা।
সমিতির সভাপতি মুফতি মোহাম্মদ মারুফ বিল্লাহ বলেন, দুর্নীতিমুক্ত করার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট পন্থা অবলম্বন করেছেন। মসজিদগুলোতে প্রতি জুমায় কোরআন ও হাসিদের আলোকে মানুষকে সচেতন করা হচ্ছে তারা যাতে দুর্নীতিমুক্ত জীবনযাপন করেন।
তিনি আরও বলেন, দেশের সব মডেল মসজিদে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। কিন্তু এসব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন সামান্য। যা দিয়ে সংসার ও জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে।
তাই মডেল মসজিদের জনবলকে জাতীয়করণ করে বেতন-ভাতা রাজস্ব খাতের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতারা। এ সময় পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির সভাপতি মুফতি মোহাম্মদ মারুফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুরসহ দেশের ৩০০ মডেল মসজিদের ইমামরা এ সময় উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর