
নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার (২৯ জুন) বিকালে নীলফামারী প্রেস ক্লাব হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন নীলফামারী চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনকন্ঠের স্টাফ রিপোর্টার তহমিন হক ববি, সাবেক সাধারণ সম্পাদক আর টিভির নীলফামারী প্রতিনিধি হাসান রাব্বী, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম, নীলফামারী সরকারি কলেজের অধ্যাপক নূরুল কবির, নীলফামারী প্রেস ক্লাবের সহ-সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, নীলফামারী প্রেস ক্লাবের সহ-সভাপতি চ্যানেল আই প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান, ডোমার প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ। এতে নীলফামারী প্রেস ক্লাব কমিটির সদস্যবৃন্দসহ জেলার ৬ টি উপজেলার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে মো. গোলাম সবুর পিপিএম সেবা প্রায় এক বছর ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি এ পুলিশ সুপার টাংগাইল জেলার পুলিশ সুপার হিসেবে বদলি হওয়ায় নীলফামারী প্রেস ক্লাব এ সংবর্ধনা আয়োজন করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর