জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বা রূপকল্প ২০৪১ বাস্তবায়নে স্মার্ট নাগরিক গড়ে তোলা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরাই এই স্মার্ট নাগরিক তৈরির মূল দায়িত্ব পালন করেন। এ জন্য মেধাবী ব্যক্তিদের শিক্ষকতার পেশায় যুক্ত থাকার প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষকতা পেশায় মেধাবীদের আগ্রহী করে তুলতে হলে আলাদা পে স্কেলের পাশাপাশি তাদের আর্থিক সুযোগ—সুবিধা এবং নানা ধরনের প্রণোদনা দেওয়াও জরুরি।
শনিবার (২৯ জুলাই) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১ তম বার্ষিক সিনেট সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা এবং শিক্ষাকে জাতীয়করণের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাঁর পিতার শিক্ষা দর্শন অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রী উচ্চশিক্ষা সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
বিগত দুই দশকে দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখন শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষাখাতে ব্যয় বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে গবেষণাখাতে ব্যয় বরাদ্দ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জন্য আর্থিক সুযোগ—সুবিধা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বা আলাদা পে স্কেলের দাবি দীর্ঘ দিনের। উন্নত রাষ্ট্রগুলো তো বটেই দক্ষিণ এশিয়ার অনেক দেশেও শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল আছে। স্মার্ট বাংলাদেশ বা রূপকল্প ২০৪১ বাস্তবায়নে স্মার্ট নাগরিক গড়ে তোলা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরাই এই স্মার্ট নাগরিক তৈরির মূল দায়িত্ব পালন করেন। এ জন্য মেধাবী ব্যক্তিদের শিক্ষকতার পেশায় যুক্ত থাকার প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষকতা পেশায় মেধাবীদের আগ্রহী করে তুলতে হলে আলাদা পে স্কেলের পাশাপাশি তাদের আর্থিক সুযোগ—সুবিধা এবং নানা ধরনের প্রণোদনা দেওয়াও জরুরি।
ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশ থেকে মেধা পাচারের সংখ্যা ছিল সাড়ে ৫২ হাজার। ২০২২—২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্টে্র বাংলাদেশি শিক্ষার্থীর প্রায় সংখ্যা ২৮ শতাংশ বৃদ্ধি পায়। উচ্চ শিক্ষার্থে বিদেশ গিয়ে এই শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক আর ফিরে আসে না। এসব তথ্য উল্লেখ করে সিনেট সভার পক্ষ থেকে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে তুলতে আমি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান জাবি উপাচার্য।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম বার্ষিক সিনেট সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি টাকার বাজেট অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর