
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক ডিভোর্সি নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মামলার ১ নম্বর আসামি শরীফ (৩০) ২ নম্বর আসামি শফিকুল ইসলাম সফু(৪০) ও ৪ নম্বর আসামি আলাল মিয়া (৩১)। তারা সকলেই উপজেলার সন্তোষপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর থেকে ঐ নারী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকায় তাঁর ডিভোর্সি স্বামীর বাড়িতে আপন মেয়েকে দেখতে যান। সেখান থেকে নিজ বাড়ি ফিরতে তাঁর রাত হয়ে যায়। পরে অজ্ঞাতনামা অটো বাইকে করে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত ১০ টার দিকে বাড়ির অদূরেই সন্তোষপুর রাবার বাগান সংলগ্ন এলাকায় ওই নারীকে অটো বাইক থেকে নামিয়ে ওই গাড়িটি বিদায় করে দেয়। পরে তাঁকে রাবার বাগানের ভিতর নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে থানায় চারজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ বিভিন্ন সময় অভিযান চালায়। এরই সূত্র ধরে গতকাল রাতে গোপন সংবাদের ভিক্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ফুলবাড়ীয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান, এস আই রাকিব ও এ এস আই ফয়েজ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর