
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ২ জনকে রড় হাতুড়ি চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
একই সাথে অন্তত ৪ টা বাড়ি ভাঙচুর ও লুটপাট করা করা হয়েছে। আহতরা হলেন বাংলাট গ্রামের নায়েব শিকদার ও আজিজ শিকদার। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ২ জনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল ।
ওই ঘটনায় ৭ জুলাই আহত নায়েব শিকদারের ভাই আজিজুল শিকদার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৫/৬ জনের নাম উল্লেখ্য করে ১৪৩/৩৪১/৩০৭/৩২৬/৩২৫/৩২৪/৩২৩/৫০৬/১১৪ ধারায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার এস আই মো. ওয়াইদুর রহমান।
২২ জুন রাজবাড়ি পুলিশ সুপারের নিকট দেওয়া অভিযোগে বলা হয় মামলা ৭ জুন হলেও একজন আসামিকে ধরে নি পুলিশ, মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তায় গত ১৮ জুন মামলার সকল আসামি আদালত থেকে জামিন নিয়ে আসেন এবং ওই দিন থেকেই বাদী ও তার পরিবারের লোকজনের উপর বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে মামলা তুলে নেওয়ার জন্য, এ নিয়ে মামলার বাদী ও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভ’গছে।
এ নিয়ে জেলা পুলিশ সহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী আজিজুল ইসলাম শিকদার। এ বিষয়ে স্থানীয়রা বলেন ঘটনার দিন থেকে পুলিশের ভূমিকা নিয়ে কথা হচ্ছে ১৫ জন আসামি সকলেই এলাকায় ছিল কোন আসামিকেই কেন ধরেনি পুলিশ, তা হলে মামলা করে লাভ কি, একটি নির্ভরযোগ্য সূত্র জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ওবায়দুর রহমান আসামি পক্ষের লোকজন সাথে নিয়ে পাংশা হাসপাতালে গিয়ে ১৭ তারিখ সার্টিফিকেট নিয়ে আসেন এবং ১৮ তারিখ সকল আসামীর জামিন হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার কসবামাজাইল পুলিশ ক্যাম্পের এস আই মো ওবায়দুর রহমান বলেন-আমি হাসপাতাল থেকে সার্টিফিকেট আনছি এবং তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আদালতে পেশ করেছি। আসামি পক্ষের কোনো লোক আমার সাথে ছিল না।
জানা গেছে গত ৫ জুন ৮ টার দিকে পার্শ্ববর্তী মাজাইল বাজার থেকে নিজ বাড়িতে আসার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শহিদুল ইসলাম অরফে সাইদুল্লাহ, হাকিম মন্ডল, আনিছুল্লাহ মন্ডল,হামিদুল মন্ডল,রাসেল মন্ডল,সাত্তার মন্ডল, জসিম মন্ডল, আক্তার মন্ডল,আবু তালেব মন্ডল, আজাদ মন্ডল সাইদুল ইসলাম, দিলবার মন্ডল,কফিল উদ্দিন, ইসলাম মণ্ডলসহ অজ্ঞাত দুর্বৃত্তরা আজিজ শিকদার ও নায়েব আলী শিকদারকে লোহার রড় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ওই দুর্বৃত্তরা বাংলাট গ্রামে ৪ টি বাড়িতে হামলা চালায় ভাঙচুর শেষে তারা লুটপাট করেছে বলে আজিজ শিকারের পরিবারের লোকজন জানিয়েছেন।
এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে দলীয় ও সামাজিক বিরোধ ও জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান ছিল, ওই এলাকায় সামাজিক ভাবে নানা উত্তেজনা চললেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘস বেধে যায়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর