
ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগামী গাড়ি চাপায় জাহিদ (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছে। নিহত জাহিদের পিতার নাম মৃত আলাউদ্দিন শেখ। সে পেশায় একজন রিকশা চালক, বর্তমানে পরিবার নিয়ে কালীগঞ্জ কৈবর্ত পাড়া এলাকার আমজাদ কমান্ডার এর বাড়িতে ভাড়ায় বসবাস করত।
রবিবার (৩০ জুন) ভোর চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের বিপরীতে রবিন মেম্বার এর বাউন্ডারি ওয়াল বরাবর এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। গাড়ি চাপায় তার ডান পা পুরোপুরি থেতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর