ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মহববত হোসেন। রোববার (৩০ জুন) দুপুর ১ টায় টিএসসিসি পরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী পরিচালক বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ। এর আগে গত ২০ মে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী ১ বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেন।
এসময় উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম ও ড. মেহের আলী, বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রেজাউল করিম ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম ।
নতুন পরিচালক অধ্যাপক ড. মহববত হোসেন বলেন, টিএসসিসি সংশ্লিষ্ট সকল কাজ করার সর্বাত্মক চেষ্টা করব। দীর্ঘদিন ধরে কাফেটেরিয়া বন্ধ রয়েছে। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে শীঘ্রই কাফেটেরিয়া খোলার চেষ্টা করব। সে সাথে সাংস্কৃতিক কার্যক্রমগুলোও আরো বেগবান করারও পরিকল্পনা আছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর