সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস—পরীক্ষা বন্ধ ঘোষণাসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। এর আগে গত শনিবার রাতে সমিতির সম্পাদক অধ্যাপক শাহেদ রানা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বার্ষিক সিনেট অধিবেশনে অর্থমন্ত্রণালয় প্রণীত সর্বজনীন পেনশন ব্যবস্থা (প্রত্যয় স্কিম) বাতিলের প্রস্তাব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন। পরে সিনেটের প্রতিনিধিদের ভোটে প্রত্যয় স্কিম প্রত্যাহার করে আগের অবস্থা বহাল রাখার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে।
শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে রবিবার পূর্ণদিবস কর্মবিরতি ও দুপুর ১২টায় সমাজবিজ্ঞান ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে এদিন ক্লাস পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এছাড়া পহেলা জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। কর্মসূচিতে ক্লাস, পরীক্ষাসহ সকল দাপ্তরিক কাজও বন্ধ থাকবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, গত দুই মাস যাবৎ নানা কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায় না হওয়ায় আমরা অর্ধদিবস কর্মসূচি দিতে বাধ্য করেছি। প্রত্যয় স্কিম বৈষম্যমূলক। এই স্কিম সর্বজনীন হয়ে থাকলে, শুধু শিক্ষকদেরকে কেন আলাদা করা হলো? সর্বাত্মক কর্মবিরতি চলাকালে শিক্ষকরা হলের প্রভোস্ট, লাইব্রেরি, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস কোথাও দায়িত্ব পালন করবেন না।
এছাড়া, এবার সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন। দুই সংগঠনের নেতারা জানান, সরকারের অর্থ মন্ত্রণালয় কতৃর্ক জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পহেলা জুলাই দুপুর ১টা পর্যন্ত সকল ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী শহিদ মিনারের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও প্রতিবাদ সভা পালনের সিদ্ধান্ত নিয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর