
বগুড়ার শেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিলসহ আমিনুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শালফা এলাকা থেকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। আটককৃত আমিনুল ইসলাম শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলাসহ আশেপাশের উপজেলায় মাদক সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় দিকে শেরপুর থানার এসআই রকিব জানতে পারে খানপুর ইউনিয়নের শালফা এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। এসআই রকিব সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশ দেখে আমিনুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এএসআই হাবিবুর রহমান তাকে আটক করে এবং তার হাতে থাকা ট্রাভেল ব্যাগটিতে তল্লাশি চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর