সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চাঁদাবাজির অভিযোগ দুটি পৃথক স্থান থেকে ৯ নৌ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা দীর্ঘদিন ধরে নৌ পথে চাঁদাবাজি করছিল বলে জানিয়েছে পুলিশ। রোববার(৩০ জুন) সকালে উপজেলার বেহেলী পার্শ্ববর্তী বৌলাই নদী থেকে আটক করেছে।
এরা হচ্ছে উপজেলার উজান লালপুরের আব্দুল ওয়াহিদের ছেলে বিল্লাল (৩৫), একই গ্রামের ছামির উদ্দিনের ছেলে মো. মুক্তাদির (২২), মো. আকিনুরের ছেলে মো. লিমন মিয়া (২৬) ও উজান লালপুরের গুলজার উদ্দিনের আবু বক্কর (৪২), একই উপজেলার উমেদপুরের সুরুজ আলীর ছেলে মো. নুরুল গণি (২৩), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নূর জালাল (৩০), আলী আহমদের ছেলে মো. মুজাহিদ (২৭), ফখর উদ্দিনের ছেলে মিরাজ আলী (৩৫) ও আব্দুল ওয়ািদের ছেলে হিরণ মিয়া(৩০)।
পুলিশ জানায়,নৌপথে চাঁদাবাজি হচ্ছে খবর পেয়ে সকালে জামালগঞ্জ ও তাহিরপুর থানা পুলিশ জামালগঞ্জের বেহেলী গ্রাম পার্শ্ববর্তী হালির হাওর ও বৌলাই নদীতে অভিযান চালিয়ে নয় জনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় লোকজন আরও জানায়, আটক চাঁদাবাজরা তাহিরপুর থেকে কয়লা,বালু ও পাথর বোঝাই বাল্কহেড দেশের বিভিন্ন অঞ্চলে যাবার পথে বৌলাই নদীর পাইকরতলা এলাকা পাড় হওয়ার পর পাঁচ থেকে ২০ হাজার টাকা চাঁদা তুলে আসছিল ঐ চাঁদাবাজ চক্রটি। চাঁদা না দিলেই নৌ চালকদের মারপিট করত।
জামালগঞ্জ থানার ওসি মোঃ হেলাল উদ্দিন। তিনি জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। পরে আদালতে সোপর্দ করা হবে। প্রতিবন্ধী ব্যক্তির বিষয়ে উর্ধ্বতনদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর