অত্যন্ত আনন্দঘন পরিবেশে, ঝাক ঝমক পূর্ণভাবে নবীগঞ্জ প্রেস ক্লাবের জুন মাসের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী সভা। গতকাল ৩০ জুন রোববার বিকাল ৪টায় নবীগঞ্জ ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়।
স্বতঃস্ফূর্ত ভাবে সদস্যরা উপস্থিত হয়ে বলেন, নতুন ভবন হওয়ার কারণে নবীগঞ্জ প্রেস ক্লাব আপন ঠিকানায় যাচ্ছে, ১৯৭৮ সালে নবীগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪৬ বছর পরে নতুন ভবন ও জায়গা পেয়েছে,সেই প্রেস ক্লাব কে যেকোনো মূল্যে ঐক্য বদ্ধ রাখতে হবে। নতুন ভবন নির্মাণ এর জন্য বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কে সবাই ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন এটা নবীগঞ্জ প্রেস ক্লাবের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। সব সদস্য নিজের ক্ষমতা অনুযায়ী নতুন ভবন নির্মাণ কাজের মধ্যে অনুদান প্রদান করবেন।
নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল জাহান চৌধুরি, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরি, সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সহ-সভাপতি এম.এ মুহিত, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরি, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, সদস্য শাহ সুলতান আহমদ, মুরাদ আহমদ, কিবরিয়া চৌধুরি, মোহাম্মদ মুহিবুর রহমান, এম.এ মুজিবুর রহমান, মোঃ আবু তালেব, হাবিবুর রহমান চৌধুরি শামীম, সলিল বরণ দাশ, মোঃ অলিউর রহমান, ছনি আহমেদ চৌধুরি প্রমুখ।
সভায় আরও সিদ্ধান্ত হয় গঠন তন্ত্রের অনুযায়ী ৩১ জুলাই এর মধ্যে বার্ষিক সদস্য ফি প্রদান করা না হলে আগামী নির্বাচনে ভোটার তালিকায় তাদের নাম আসবে না।
শাকিল/সাএ
সর্বশেষ খবর