সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদ ও কোটা প্রথা বাতিলের দাবিতে লাগাতার বিক্ষোভ সমাবেশ করে ৩০ জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ায় আগামীকাল সোমবার আবার আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা।
রোববার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক সংগঠক। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর হুঁশিয়ারি দেন তারা। জানা যায়, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
আন্দোলনের অন্যতম সংগঠক ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙ্গুয়েজেস (ইসোল) বিভাগের শিক্ষার্থী আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আল্টিমেটাম দিয়েছিলাম ৩০ জুনের মধ্যে অবশ্যই সরকারকে হাইকোর্ট থেকে '১৮ এর পরিপত্র বাতিল করা রায়ের স্থগিতাদেশ আনতে হবে এবং সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু মাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে কোটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। কিন্তু সরকার আমাদের দাবি আমলে নেয়নি। যার কারণে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা আগামীকাল থেকে অলআউট আন্দোলনে বাধ্য হচ্ছি। যতদিন আমাদের দাবি আদায় না হবে, আমরা রাজপথ ছাড়বো না, শ্রেণিকক্ষে ফিরবো না।
প্রসঙ্গত, গত ৫ জুন সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র বাতিল ঘোষণা করে হাইকোর্ট। ফলে পুনর্বহাল হয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটাসহ সর্বমোট ৫৬ শতাংশ কোটা। রায়ের পর ওইদিন সন্ধ্যায় তাৎক্ষণিক মিছিল বের করে শিক্ষার্থীরা। এরপর কয়েক দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন। এরই মধ্যে যদি হাইকোর্টের রায় বাতিল না হয় তাহলে ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেয় তারা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর