বরগুনার আমতলী পৌরসভার খোন্তাকাটা এলাকা থেকে রবিবার বিকেলে চিরকুট লিখে স্কুল ছাত্রী মুক্তা (১৬) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
আমতলী থানা পুলিশ সংবাদ পেয়ে ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ তাদের আমতলী পৌর শহরের ভাড়া বাসা থেকে উদ্ধার করে।
মুক্তা আমতলী উপজেলার ছোটনীলগঞ্জ গ্রামের রাজু সরদারের মেয়ে। আমতলী এম ইউ গার্লস স্কুলে নবম শ্রেণির ছাত্রী।
এলাকার প্রতিবেশী সূত্রে জানা গেছে, উপজেলার ছোটনীলগঞ্জ গ্রামের রাজু সরদারের মেয়ে মুক্তা তার মা খালেদা বেগমের সাথে পৌরশহরের ২ নাম্বার ওয়ার্ডের আলী আকব্বর হাওলাদারের বাসায় ভাড়া থাকেন।
রবিবার সকালে মুক্তা স্কুলে গিয়ে ক্লাশ না করে ১২টার দিকে বাসায় ফিরে আসে। তার মা তখন বাসায় ছিলেন না। ওই সুযোগে তার মায়ের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।
দুপুরের ভাত খাওয়ার জন্য মুক্তার ছোট ভাই বাসায় প্রবেশ করে দেখতে তার বোন মুক্তার নিথর দেহ বসত ঘরের আড়ায় সাথে ঝুলে আছে। পাশে তার মায়ের উদ্দেশ্যে লেখা রয়েছে একটি চিরকুট। ওই চিরকুটে লেখা রয়েছে মা তুমি ভালো থেকো আমি চিরদিনের জন্য চলে গেলাম। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, স্কুল ছাত্রীর মরদেহ ও তার মায়ের উদ্দেশ্যে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। মুক্তার সাথে খুলনা বাগেরহাটের শামিম নামে এক ছেলের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো মেয়ের পরিবার মেনে নিলেও ছেলের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর