দ্বিতীয় দফায় কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা । ফলে ভোগান্তিতে পড়ছেন দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা। সোমবার সকাল থেকে ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুরে ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে এ কর্মবিরতি শুরু করেন জেলার সকল অফিসের ৬ শতাধিক কর্মকর্তা কর্মচারীরা।
সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রধান দাবি পল্লীবিদ্যুৎ সমিতি ও পল্লিবিদ্যুতায়ন বোর্ডের ভিন্ন সার্ভিস কোড বাতিল করা ও নিম্নমানের মালামাল সরবরাহ বন্ধ করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।
এর আগেও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করলে পল্লিবিদ্যুতায়ন বোর্ডের আশ্বাসে কর্মে যোগদান করেন তারা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর