![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারের দাবিতে সোমবার (১লা জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। এমনকি অনুষ্ঠাতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলোও নেওয়া হচ্ছে না। পরবর্তীতে কবে সেসব পরীক্ষা নেওয়া হবে তা-ও স্পষ্ট নয়।
এছাড়াও ঈদের ছুটি শেষ হওয়ার আগেই আন্দোলন শুরু হওয়ায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ফেরেননি বলে জানা গেছে। এতে শিক্ষার্থীদের মাঝে সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের পেনশন স্কিমসংক্রান্ত দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকা দীর্ঘায়িত হলে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে। এতে পিছিয়ে পড়তে হবে চাকরির বাজার থেকে। বিষয়টি নিয়ে উদ্বেগের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সমাধানের দাবি জানান তারা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে আগে থেকেই সেশনজট রয়েছে। কিছু বিভাগ সেশনজট থেকে উত্তরণের চেষ্টা করছে। শিক্ষকদের কর্মবিরতির ফলে সেশনজটে থাকা বিভাগগুলো আরোও বেশী সেশনজটে পড়বে এবং অন্য বিভাগগুলোও নতুন করে সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে। কর্মবিরতির ফলে অনুষ্ঠাতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা নিয়ে হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে স্নাতক চতুর্থ বর্ষে থাকা শিক্ষার্থীরা বেশী ক্ষতির মুখে পড়বে বলে দাবি শিক্ষার্থীদের। এদিকে একই দাবিতে লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু করেছে বিশ^বিদ্যালয়ের কর্মকর্তারাও। এতে শিক্ষার্থীদের সনদ উত্তোলনসহ জরুরি কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভাগে বিভাগে সেশন জট। এই কর্মরিবতির ফলে এটা আরোও বাড়বে। বিশ্ববিদ্যালয়কে বলা হয় জ্ঞান সৃষ্টির স্থান এখানে আন্দোলন হবে সৃজনশীল পদ্ধতিতে, শিক্ষার্থীদের ক্ষতির মুখে ঠেলে দিয়ে কোনো আন্দোলন হওয়া উচিত না।’
আহমাদ উল্লাহ নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘পাঁচ বছরের শিক্ষাজীবন শেষ করতে সাত থেকে আট বছর সময় লেগে যাচ্ছে। এই আন্দোলনের ফলে আমাদের আরোও সেশনজটের শিকার হওয়া লাগতে পারে। আমরা চাই প্রশাসন এবং শিক্ষকরা দ্রুত একটি সমাধানে পৌঁছুক। যাতে আমাদের পড়াশোনার ক্ষতি না হয়।’
বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, ‘বিভাগীয় শিক্ষকরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন। তারা যেহেতু নিচ্ছেন না এখানে আমাদের কিছু করার নেই।’
এ বিষয়ে ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘বৈষম্যমূলক পেনশন স্কিম ঘোষণার পর থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আজকের সর্বাত্মক আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমরা কখনোই চাই না শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক। কিন্তু আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই স্কিমের ফলে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ হারাবে।’
তিনি আরো বলেন, ‘এটি শুধু আমাদের জন্য নয়, যারা বর্তমানে শিক্ষার্থী আছে ভবিষ্যতে চাকরিজীবনে প্রবেশ করবে তাদের জন্যও। এটা সম্পূর্ণ সরকারের হাতে। তারা চাইলেই এই কর্মসূচি প্রলম্বিত করতে পারে আবার শর্ট টাইমে এই স্কিম প্রত্যাহার করে আমাদের কর্মসূচির অবসান করতে পারে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর