
গত শনিবার থেকে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৃষ্টিপাত। এতে মাটি নরম হয়ে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাসরত নাগরিকদের নিরাপদে সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা জুড়ে নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সোমবার (১ জুলাই) খাগড়াছড়ি সদর উপজেলার পৌর এলাকায় শালবন, কুমিল্লাটিলা, ইসলামপুর, সবুজবাগ এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ চিহ্নিত স্থানগুলো পরিদর্শন করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাই মা ইসলাম।
এসময় সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন দাশ এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে খাগড়াছড়ি জেলায় ৯৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। খাগড়াছড়ি পৌরসভায় আশ্রয়কেন্দ্র রয়েছে ১০টি। কোথাও কোন দুর্ঘটনার ঘটনা ঘটলে দ্রুত সেবা দিতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ইউনিট, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘লাগাতার বৃষ্টিতে খাগড়াছড়ির কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এসব দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশনার পাশাপাশি মাইকিং করা হচ্ছে। পৌরসভা ও উপজেলা পর্যায়ে ৯৯ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে তা আরও বাড়ানো হবে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর