জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিতর্ক সংগঠন 'হিস্ট্রি ডিবেটিং ক্লাবের' আয়োজনে নবীন বরণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে পুরস্কার বিতরণী, ক্যারিয়ার আড্ডা ও নবীন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক এমরান জাহান, অধ্যাপক আনিসা পারভীন জলি, সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি তাপসী দে প্রাপ্তি, হিস্ট্রি ডিবেটিং ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মুন্না,সাধারণ সম্পাদক জাকিউল সাকিব খান প্রীতম উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে, ৩দিন ব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে প্রথম দিন (২৭ জুন) বিতর্ক কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়। আয়োজনের দ্বিতীয় দিন (২৯ জুন) নবীন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হন ইসতিয়াক আহমেদ রাতুল, যৌথভাবে ২য় হন সুরাইয়া খানম পুষ্প এবং মাহফুজা ইসলাম মনামি এবং নাহিদ সুলতানা লিসা ৩য় স্থান অর্জন করেন। এছাড়া সেরা দল হয় টিম চৌসা প্রান্তর।
এবারের আয়োজনের আহ্বায়ক ছিল ৫১ তম আবর্তনের আসিফ আল ইমরান এবং সহ আহ্বায়ক ছিল একই ব্যাচের সাহেদ হোসেন ও জান্নাতুন্নেছা বিনতে জামান এমিলি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর