ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ দশআনি গ্রামের কালাজি মিজি বাড়ির সৌদি আরব প্রবাসী নিজাম উদ্দিনের ঘরে শনিবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল বারান্দার গ্রিল কেটে তালা ভেঙে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণ, দুটি মোবাইল ফোন, জমির বেশ কয়েকটি দলিল ও নগদ ৭৫ হাজার টাকা লুটে নিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, দশআনি গ্রামের সুলতান আহমদের ছেলে সৌদি আরব প্রবাসী নিজাম উদ্দিন নতুন বাড়িতে স্ত্রী ও সন্তানদের রেখে যান। ২৮জুন তার স্ত্রী শারমিন আক্তার ঘরে তালা লাগিয়ে চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফেনী সদর উপজেলার বালুয়া চৌমুহনির চাচার বাড়িতে যান।
বাড়ি আসা-যাওয়া করে হাঁসমুরগি দেখাশোনার জন্য প্রতিবেশী মাসুদা আক্তার মায়াকে দায়িত্ব দিয়ে যান। রোববার (৩০ জুন) সকালে প্রতিবেশী মায়া নিজাম উদ্দিনের বসতঘরের বারান্দার গ্রিল ও দরজার তালা ভাঙা দেখে মুঠোফোনে নিজামের স্ত্রী ও অপরাপর প্রতিবেশীদের বিষয়টি অবহিত করেন।
শারমিন আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে বাড়িতে এসে ঘরে ঢুকে আলমারি ভাঙা ও মালামাল তছনছ দেখে নিশ্চিত হন তার উল্লিখিত স্বর্ণ, দুটি মোবাইল ফোন, জমির কয়েকটি দলিল ও নগদ টাকা চুরির ঘটনা ঘটনা ঘটে। বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে অবহিত করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন রেমিট্যান্স যোদ্ধার ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর