বাংলাদেসের সকল ইউনিয়নে একটি করে পুলিশ ক্যাম্প বা ফাঁড়ি স্থাপনেরর বিষয়টি প্রয়োজনীয়তার নিরিখে বিবেচনা করে যেতে পারে বলে সংসদে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার (০১ জুলাই) দ্বাদশ জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বাজেটে অধিবেশনে পাবনা-২ আসনের সংসদ সদস্য ফিরোজ কবিরের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অন্য এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, সারাদেশে ৪৯৫টি উপজেলা রয়েছে। তারমধ্যে ৪৬১টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে দেশের প্রতিটি উপজেলায় অন্ততঃ একটি করে ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যের বিপরীতে ইতোমধ্যে ৪৬১টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন সম্পন্ন করা হয়েছে।
অবশিষ্ট ৩৪টি উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের লক্ষ্যে ৪টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের সকল উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন কার্যক্রম সম্পন্ন হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর