নাটোরের বাগাতিপাড়ায় সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামের মৃত সারপান আলীর ছেলে আমাজাদ হোসেন মন্টুর (৪৭) বাড়িতে আগুন লেগে তার স্বপ্ন পুড়ে গেছে। সোমবার দিবাগত রাতে ওই দুর্ঘটনাটি ঘটে।
এতে ওই দুইটি গাভী, একটি ছাগল, ২টি ঘর পুড়ে গেছে। এতে তার দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন। ক্ষতিগ্রস্ত মন্টুর ধারণা গরুর ঘরে মশা তাড়ানোর জন্য দেয়া কয়েলের আগুন থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মন্টু গরু, ছাগল লালনপালন ও অন্যের জমিতে কাজ করে খুব কষ্টে জীবন যাপন করেন। ঘটনার ওই রাতে মন্টুর বউ ঘুমের মধ্যে আগুনের ঝলকানি দেখতে পেয়ে চিৎকার দিয়ে ওঠে। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর