
জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর সাতআনা এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জনৈক সেলিমের বসত বাড়ী থেকে বিপুল পরিমাণ জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় বাড়ির মালিক সেলিম র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে র্যাব জানায়, পলাতক আসামি সেলিম ও শফিউল পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সেলিমের বসত বাড়ির একটি কক্ষে জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ মজুদ রেখে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। এমন অভিযোগ পেয়ে অনুসন্ধান চালায় র্যাবের গোয়েন্দা বিভাগ। এরই ধারাবাহিকতায় চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার রশিদপুর সাতআনা এলাকায় জনৈক সেলিমের বাড়িতে অভিযান চালায় জয়পুরহাট ক্যাম্পের র্যাব সদস্যরা।
এ সময় বসত বাড়ির উত্তর দুয়ারি কক্ষ থেকে খাকী রঙের বড় কাগজের কার্টুনে ছোট-বড় জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক ১৫ হাজার ৫৫১ বোতল সিরাপ উদ্ধার করা হয়। যার মূল্য ১২ লাখ ৫২ হাজার ৭৩৫ টাকা বলে জানায় র্যাব।
র্যাব জানায়, বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ মজুদের ঘটনায় পলাতক আসামি দেখিয়ে রশিদপুর সাতআনা গ্রামের সেলিম ও বেড়াখাই গ্রামের শফিউল ইসলামের বিরুদ্ধে মঙ্গলবার সকালে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত গুলো পাঁচবিবি থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় র্যাব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর