রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মন্ডল পাড়া নিবাসী আ:জলিল এর কনিষ্ঠ কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জয়নব খাতুন বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
মঙ্গলবার (২ জুলাই) সকালে জযনবের পরিবারকে নগদ অর্থ ৩,৪২,০৯০ টাকা তুলে দেয়া হয় ভ্রমণকন্যা ট্রাভেলস অফ বাংলাদেশ।এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, ভ্রমণকন্যা ট্রাভেলস অফ বাংলাদেশ এর সহ প্রতিষ্ঠাতা ডা.সাকিয়া হক, জয়েন্ট সেক্রেটারি ভ্রমণকন্যা সিলভী রহমান, প্রাপ্তি আচার্য ও কাকলি আক্তার মীম, কার্যকরী কমিটির সদস্য, শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহরাব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ২০২৪ বান্দরবানের কিওক্রাডাং পাহাড় ভ্রমণকন্যার ২২৬ তম ইভেন্টের ৫৭ জন মহিলা পর্যটক নিয়ে ঢাকায় আসার পথে চাঁন্দেরগাড়ি খাদে পরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন জয়নব আক্তারসহ আরো ২ জন। জয়নব খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিদ্যায় অনার্স শেষে মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন। জয়নব খাতুন ভ্রমণকন্যা’র রংপুর বিভাগীয় প্রধান ছিলেন।
বান্দরবন থেকে জয়নব এর মরদেহ শনিবার রাতে ঢাকায় আনা হয়, রবিবার দুপুর ২টায় জয়নব খাতুন এর নিজ এলাকা রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রৌমারী কেন্দ্রীয় কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর