ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসচাপায় মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধেও মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভারাডোবা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী টাঙ্গাইল ধনবাড়ী চাতুটিয়া এলাকার মৃত বরজুক আলীর ছেলে।
স্থানীয় ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুলাই) ঘটনার সময় উপজেলার ভারাডোবা বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি বাসে উঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। ওই সময় তৃতীয় লিঙ্গের (হিজরা) একাধিক ব্যক্তি একই বাসে উঠতে চাইলে বাস হেলপার তাদের বাঁধা দেন। এতে হুড়াহুড়ি লেগে গেলে নিজেকে সামলাতে না পেরে মহাসড়কের উপর পড়ে যান মোহাম্মদ আলী। একই সময় বাসটি ছেড়ে দিলে তিনি বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মানিক মিয়া, রশিদ উদ্দিনসহ স্থানীয় একাধিক ব্যক্তির দাবি, হিজড়াদের হুরাহুড়িতে মোহাম্মদ আলী পড়ে যান এবং বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে তথ্যপ্রযুক্তির সাহায্যে পরিচয় শনাক্ত করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর