প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে ৪০জন গ্রাফিক্স ডিজাইনার, ২০ জন ওয়েভ ডেভেলপমেন্ট ও ২০জন ডিজিটাল মার্কেটিং সহ মোট ৮০জন নারীর মধ্যে ৮০টি ল্যাপটপ বিতরণ করা হয়।
ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগিতায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে এ ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এবং আমতলী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এক উদ্বোধনী সভার আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তার তিলা জুথি, তথ্য যোগাযোগ প্রযুক্ত অধিদপ্তর আমতলীর সহকারী প্রোগ্রামার মো. ফায়জুল হক আরিফ, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো. আনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার জায়েদ হোসেন, তন্ময় সিকদার, আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন ও প্রশিক্ষণার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর