কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উখিয়ার ক্যাম্পের-৮ ও ১১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ১৯ জুন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এরমধ্যে দুজন বাংলাদেশি ছিল।
গেল এক সপ্তাহ ধরে কক্সবাজারে একটানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের কিছু কিছু পাহাড়ি এলাকাও ঝুঁকিতে রয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. শাহীন ইমরান। পাহাড় ঝুঁকিতে থাকা লোকদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে বলে জানান তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর