
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ বুধবার সকাল ১১টায় শহরের চিনিকল সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি পালন উপলক্ষ্যে শহরের চিনিকল মিলনায়তন থেকে নেতা-কর্মীদের একটি বিক্ষোভ মিছিল বিএনপির জেলা কার্যালয়ের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহর বিএনপির একাংশের আহ্বায়ক মতিয়র রহমানের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, তাঁতি দলের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন,জেলা যুব দলের আহ্বায়ক এটিএম আলমগীর কবির সহ অন্যরা।
বক্তাগণ সরকারের কঠোর সমালোচনা করার পাশাপাশি খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর